প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ৯, ২০২৫, ৫:৪৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৫, ৭:১৩ অপরাহ্ণ
সেনবাগে বিয়ে মেনে না নেওয়ায মাযের সঙ্গে অভিমান করে কিশোরীর আত্মহত্যা
জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর সেনবাগে প্রেমের বিয়ে মেনে না নেওয়ায় ফাতেমা জান্নাত(১৬) নামের এক কিশোরী মায়ের সঙ্গে অভিমান করে গালায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে।
নিহত জান্নাত সেনবাগ উপজেলার ৪ নং কাদরা ইউপির ৫ নং ওয়ার্ড জামালপুর গ্রামের মুক্তিযোদ্ধাআবদুল সালামের বাড়ির আমেরিকা প্রবাসী আলী আহম্মদের মেয়ে।সেনবাগ থানা পুলিশ সোমবা রাত ১০ টারদিকে লাশ উদ্ধার করে।
জানাগেছে, উপজেলার জামালপুর পূর্বপাড়া দেলোয়ার হোসেনের ছেলে প্রবাসী মোঃ সাব্বির (২০) ভিকটিমের পরিবার অজান্তে গোপনে বিবাহ হয়। কিন্তু ভিকটিমের পরিবারের কোন সদস্য উক্ত বিবাহকে মেনে নেয়নি এরই প্রেক্ষিতে গত ২/৩ পূর্বে ভিকটিমের মা তাকে মারধর করেন এবং তিনি তাহার নানার বাড়িতে চলে যান। উক্ত ঘটনা কে কেন্দ্র করে ভিকটিম তাহার মায়ের সাথে অভিমান করে নানার চৌচালা টিনের ঘরের আরার সাথে নিজের পরনের ওড়না দিয়ে পেঁচিয়ে আত্মহত্যা করে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.