জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের হাসানটোলা বকসি হাজী জামে মসজিদে ৪০ দিন ৫ ওয়াক্ত নামাজ জামায়াতে আদায় করায় ৩৫ জন শিশু কিশোরকে বাইসাইকেল ও ৩৫ জনকে "শুভেচ্ছা" উপহার দেয়া হয়েছে। নুর গ্রুপের চেয়ারম্যান সৌদি আরব প্রবাসী মাহফুজুর রহমানের পক্ষ থেকে ২৫টি ও এমএন হুদা কনস্ট্রাকশনের ডিরেক্টর নিয়ামুতুল হুদা তানভীর পক্ষ থেকে ১০ সাইকেলে উপহার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুরের টুমচর ইসালামীয়া কামিল মাদ্রসার শায়খুল হাদিস "শায়খ হারুন আল মাদানী। এ সময় নুর গ্রুপের প্রতিনিধি মাওলানা ইয়াকুব, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মোহাম্মদ শাহ আলম সহ অনেকে উপস্থিত ছিলেন।এমন মহৎ উদ্যোগ গ্রহন করায় নুর গ্রুপের চেয়ারম্যান মাহফুজুর রহমান এবং নিয়ামুতুল হুদা তানভীরকে হাসানটোলা ফাউন্ডেশনের পক্ষ থেকে "সম্মাননা স্মারক" প্রদান করা হয়।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.