জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর সোনাইমুড়ীতে আমেরিকান প্রবাসী শাহাদাত হোসেন ভুইয়া ও আফছা বেলালী ওরপে বেলাল হোসেনের ম্যানেজার শাহজাহান ভুইয়া (৪৪) এর ওপর সন্ত্রাসীদের সশস্ত্র হামলা করে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। হামলা ও জখম করে ক্ষ্যান্ত হয়নি উল্টো এখন নানা ধরনের ভয়ভীতি প্রদর্শন ও হত্যারও হুমকি দেয়া হচ্ছে। এতে প্রবাসে থাকা শাহাদাত হোসেন ভুইয়াসহ স্ত্রী,সন্তানরা চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন। নিজ জন্মস্থান (বাংলাদেশে) আসা এখন তাদের জন্য চরম হুমকি হয়ে দাঁড়িয়েছে।
সরেজমিনে ঘুরে ও হামলায় আহত শাহজাহান ভুইয়া জানান, তিনি একজন সহজ সরল ব্যাক্তি এবং পেশায় কৃষিকাজ ও ক্ষুদ্র ব্যবসা করে জিবীকা নির্বাহ করে আসছেন। তার প্রতিবেশী শাহাদাত হোসেন ভুইয়া ও তার ভাই আফছা বেলালী ওরপে বেলাল হোসেন বর্তমানে আমেরিকান প্রবাসী। প্রবাসে থাকা শাহাদাত হোসেন ভুইয়ার সোনাইমুড়ী বাজারে কালীবাড়ি সংলগ্ন অবস্থিত বাসা ভাড়া ও মার্কেটের ভাড়াসহ জমি জমার যাবতীয় সম্পত্তির দেখা শোনা করার জন্য তার আরও এক ভাই নুরুল হুদা বাদলকে বিশ^াস করে করে দায়িত্ব দেন। কিন্তু তার ভাই নুরুল হুদা বাদল সঠিক ভাবে আয়-ব্যয়ের হিসাব দিতে ব্যর্থ হয়েছেন এবং ঘর বাড়ি জমিজমার হিসেবে সঠিকভাবে বুঝিয়ে দিতে পারেননি। এমতাবস্থায় শাহাদাত হোসেন ভুইয়াসহ তাদের প্রবাসে থাকা ভাইদের বৈধ আমমোক্তারনামায় আব্দুল জব্বারের নিয়োগপ্রাপ্ত হয়ে বাল্যকালেরই বন্ধু এবং চাচাতো ভাই সর্ম্পকীয় তিনি বিশ^স্ত হওয়াতে মাসিক বেতন ভুক্ত চুক্তিতে করে সকল কৃষি অকৃষি জমি-জমা সম্পত্তি, বাসা ও মার্কেটের ভাড়া উত্তোলন করা ও দেখাশোনা শুরু করেন। এতে ক্ষিপ্ত হয়ে ওঠেন নুরুল হুদা বাদল। তিনি বিষয়টি সহজভাবে মেনে নিতে পারেননি। এর প্রতিশোধ নেয়ার জন্য নানা ধরনের ষড়যন্ত্র শুরু করেন। বাসা ভাড়া ও দোকান ভাড়া উঠানোকে কেন্দ্র করে নুরুল হুদা বাদল ও তার ভাড়াটিয়া সন্ত্রাসী লোকজন শাহজাহান ভুইয়ার ওপর এর আগে একাধিকারবার হামলা মারধর করার চেস্টা চালায়। গত বছর ২০২৪ সালের চার নভেম্বর রাত পৌনে ১০ টার সময় শাহজাহান ভুইয়া সোনাইমুড়ী বাজারের কালি বাড়ীর সামনে দাঁড়ানো থাকা অবস্থায় হঠাৎ পুর্ব পরিকল্পিতাবে নুরুল হুদা বাদল ও তার ভাড়াটিয়া সন্ত্রাসীরা তার ওপর অতর্কিত হামলা করে এবং তাদের হাতে থাকা দেশীয় অস্ত্র লোহার রড দিয়ে তাকে বেদম পিটিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে। পরে তাকে স্থাণীয় লোকজন তাকে উদ্ধার করার জন্য এগিয়ে আসলে হামলাকারীরা উল্টো হুমকি দিয়ে যায় এ ঘটনা নিয়ে বেশী বাড়াবাড়ি বা থানা পুলিশে জানালে তাকে আরও ভয়াবহ পরিস্থিতি তথা প্রাণে হত্যাসহ বিভিন্ন ধরনের মিথ্যা মামলায় আসামী করাসহ ও তার পরিবারের সবাইকে চরম মুল্য দিতে হবে। পরে তার শোর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে রক্তাক্ত জখম অবস্থায় উদ্ধার করে সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তিনি আরও জানান, হাসপাতালে চিকিৎসা শেষে তার ওপর হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সোনাইমুড়ী থানায় একটি অভিযোগ দায়ের করেন । থানা পুলিশ দীর্ঘ সুষ্ঠ তদন্ত করে এবং ঘটনার সময় উপস্থিত স্বাক্ষীদেও জবানবন্দি নিয়ে তার ওপর হামলা ও হত্যার চেস্টা এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শনের সত্যতা পান এবং এ বিষয়ে আদালতে পেনাল কোড আইনের ৩২৩/৫০৬ (২) ধারায় অপরাধ প্রাথমিকভাবে সত্য মর্মে প্রমানিত হওয়ায় বিবাদীগনের বিরুদ্ধে সোনাইমুড়ী থানায় নন .এফ. আর প্রসিকিউশন নং-১০০০/২০২৪ তারিখ ২৭/১২/২০২৪ ধারা- ৩২৩/৫০৬(২) পেনাল কোড বিজ্ঞ আদালতে প্রতিবেদন চার্জশীট দাখিল করেন।
তিনি আরও জানান, আদালতে পুলিশের অভিযোগপত্র বা চার্জশীট দাখিল করার পর এখন আবার নুরুল হুদা বাদল গং ও তার সন্ত্রাসী লোকজন তাকে নানা ধরনের হুমকি -ধমকি দিচ্ছে। এমনকি প্রবাসে থাকা শাহাদাত হোসেন ভুইয়া ও তার স্ত্রী সন্তানদেরও বিভিন্ন ভাবে হুমকি দেয়া হচ্ছে। মামলা প্রত্যাহার না করা হলেও তাকে গুম বা খুন করা হবে এমনকি আমেরিকা থেকে শাহাদাত হোসেন ভুইয়া বাংলাদেশে আসলেও তাকেও মেরে ফেলা বা গুমের মতো ঘটনা ঘটনো হবে। এমতাবস্থায় তিনি ও তার পরিবার চরম নিরাপত্তা হীনতায় ভুগছেন।
স্থাণীয় এলাকাবাসী জানান, আমেরিকায় থাকা শাহাদাত হোসেন ভুইয়া কস্টাজিত অর্থে কেনা ও পৈত্রিক ভাবে পাওয়া সম্পত্তি নানা ধরনের প্রতারনা জাল জালিয়াতি ও ভুয়া দলিলসহ বিভিন্ন কাগজ পত্র তৈরি করে তার ভাই নুরুল হুদা বাদল দখল করার একের এক ষড়যন্ত্র করে যাচ্ছে এবং বিভিন্ন সন্ত্রাসী বাহিনী দিয়ে জায়গা জমি থেকে শাহাদাত হোসেন ভুইয়াকে উচ্ছেদের পায়তারা করছে। বিভিন্ন ধরনের সন্ত্রাসী লোকজনকে দিয়ে শাহাদাত হোসেন ভুইয়াকে হত্যা ও গুম করার হুমকি দেয়া হচ্ছে। শাহাদাত হোসেন ভুইয়ার এমন পরিস্থিতি বাংলাদেশ আসা নিরাপদ নয়। কারণ জমি জমা সংক্রান্ত বিরোধে প্রায়ই অপহরণ গুম এমনকি খুনের মতো জঘন্য ঘটনা অহরহ ঘটছে। তাই যেখানে শাহাদাত হোসেনের নিয়োগকৃত ম্যানেজারের নিরাপত্তা নেই সেখানে এ মুহুর্তে শাহাদাত হোসেন ভুইয়া আমেরিকা থেকে বাংলাদেশে আসলে ভাড়াটিয়া দুর্ধর্ষ চিহ্নিত কিলার বা সন্ত্রাসী দিয়ে তাকে হত্যার মতো নিমর্ম নিষ্ঠুর ঘটনার আশংকা করছেন সচেতন এলাকাবাসি।
Leave a Reply