জাতীয় নিশান প্রতিবেদক: রবিবার ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের উদ্যোগে শিক্ষাবিদ, গুণীজন, রাজনীতিবিদ ও ব্যবসায়ীদের সম্মানে নোয়াখালীর প্রধান বাণিজ্যকেন্দ্র চৌমুহনী শহরের হক মার্কেটস্থ হ্যাং আউট রেস্টুরেন্টে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি হাফেয মাওলানা নজীর আহমাদ এর সভাপতিত্বে এবং জয়েন্ট সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মাদ আবদুর রহীম এবং জাকির হোসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মুহাম্মাদ ইমতিয়াজ আলম বলেন, পবিত্র মাহে রমযানের সিয়াম সাধনার মাধ্যমে মুসলিম উম্মাহ পরিশুদ্ধ হয়ে উঠে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে এই পরিশুদ্ধতার চাপ রাখতে হবে। সময়ের ব্যবধানে বাংলাদেশ একটি গুরুত্বপূর্ণ পরিস্থিতি অতিক্রম করছে। পতিত স্বৈরাচারের বিদায়ে দেশে একটি সুসময়ের দেখা মিললেও নানান কারণে দেশে শান্তি নেই। স্বৈরশাসকের পতন পরবর্তী গুরুত্বপূর্ণ ইস্যু হওয়া দরকার ছিল ধ্বংসস্তূপে পরিণত হওয়া রাষ্ট্র কাঠামোর সংস্কার। কিন্তু দেশে নষ্ট রাজনীতির ধারক বাহকেরা সেটা করতে বাধা দিচ্ছে। সবার ভোটাধিকারের মূল্যায়নে প্রবর্তিত পিআর পদ্ধতিতে নির্বাচনের বিরোধিতা করছে ঠুনকো যুক্তিতে। লুটপাট আর চাঁদাবাজির আখড়ায় পরিণত হওয়া দেশ আমরা দেখতে চাই না। ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আদর্শের ভিত্তিতে সবার অংশগ্রহণে কল্যাণরাষ্ট্র বিনির্মান করতে সকলের সক্রিয় সমর্থন প্রত্যাশা করে।
ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সোনাইমুড়ী মোরশেদ আলম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব গোলাম সরওয়ার, মীর কাশেম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, আল হায়াত জেনারেল হাসপাতালের চেয়ারম্যান ডাঃ মোরশেদ আলম, হেফাজতে ইসলাম নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা ইয়াকূব কাসেমী, ঘাটলা আলিম মাদরাসার সহকারী অধ্যাপক জনাব খুরশিদ আলম, খেলাফত মজলিস নোয়াখালী জেলা সেক্রেটারি মাওলানা মোরশেদ আলম মাসুম, ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের জেলা নেতৃবৃন্দসহ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ। এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নোয়াখালী জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা খুরশিদ আলম তালহা, মাস্টার নেয়ামত উল্লাহ, সেক্রেটারি মাওলানা মুহাম্মাদ কামাল উদ্দিন, প্রচার সম্পাদক মাওলানা মুহাম্মাদ আবদুল ওহাব, অর্থ সম্পাদক ডাঃ সাদ্দাম হোসাইন, দফতর সম্পাদক মাস্টার আজিজুল হক, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম মাসুম, আইন সম্পাদক মুহাম্মাদ আলাউদ্দিন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ নোয়াখালী জেলা উত্তরের সভাপতি এবং চাটখিল জামিয়া উসমানিয়ার শিক্ষা সচিব মুফতী মুহাম্মাদ আসেম, শিক্ষক ফোরাম নোয়াখালী জেলা উত্তরের সভাপতি মাওলানা বেলায়েত হোসাইন, ইসলামী শ্রমিক আন্দোলনের জেলা সভাপতি ডাঃ শাহাদাত হোসাইন শাহীন, ইসলামী যু্ব আন্দোলনের জেলা সভাপতি গাজী মাহমুদুল হাসান হামিদী, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি মুহাম্মাদ শিব্বির আহমাদ, চন্দ্রগঞ্জ কারামতিয়া কামিল মাদরাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা ছেরাজুল করীম ভূঁইয়া সহ নোয়াখালীর বিশিষ্ট শিক্ষাবিদ, গুণীজন, রাজনীতিবিদ ও ব্যবসায়ীবৃন্দ।
Leave a Reply