জাতীয় নিশান প্রতিবেদক:
‘সাম্য ও সমতার দেশ গড়বো সমবায়’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নোয়াখালীর বেগমগঞ্জে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা পরিষদ প্রাঙ্গেনে উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের যৌথ উদ্যোগে বন্যাঢ্য র্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান। উপজেলা সমবায় কর্মকর্তা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে বিভিন্ন সরকারী কর্মকর্তা, সমবায় সমিতির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় সমবায় সমিতির মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.