জাতীয় নিশান প্রতিবেদক: নোয়াখালীর চৌমুহনী পৌর এলাকর চৌরাস্তা পরিত্যাক্ত মাছের আড়ৎ থেকে উদ্ধার অজ্ঞাত যুবকের পরিচয় গত ২ দিনেও মিলেনি। এদিকে পরিচয় সনাক্ত না হওয়ায় অজ্ঞাত হিসেবে শনিবার(৭ নভেম্বর) রাতে লাশ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে পৌর গোরস্থানে দাপন করা হয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানান, চৌরাস্তা নতুন বাস টার্মিনাল পাহারাদার মোহাম্মদ খুরশিদ আলম গত ৬ নভেম্বর রাত ১ টার সময় থানায় খবর দেন লোহার আড়ার সাথে গলায় রশি দিয়ে ফাঁসি দিয়ে আত্মহত্যা করেছে। খরর পেয়ে থানার এসআই মোঃ হাবিবুর রহমানসহ পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের পরিচয় জানার চেষ্টা করে। ঘটনাস্থলে উপস্থিত লোকজন কেউ তাকে চিনতে পারেনি। পিবিআই লাশের ফটো এবং ফিঙ্গারপ্রিন্ট নিয়ে লাস্ট শনাক্ত করার এবং পরিচয় পত্র নির্ণয় করার চেষ্টা করে। মৃত অজ্ঞতা ব্যক্তির কোন পরিচয় কিংবা কোন ওয়ারিশ পাওয়া যাচ্ছেনা। মৃত ব্যক্তির উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি, গায়ের রং শ্যামলা, মুখমণ্ডল গোলাকার, পরনে ছিল হালকা ধূসর বাদামি রঙের প্রিন্টের পাঞ্জাবি এবং নেভি ব্লু রঙের ফুল প্যান্ট। তার ডান পায়ে গোড়ালির উপর পুরাতন ফুরার কালো দাগ আছে। মুখে কালো দাঁড়ি লম্বা অনুমান ৩" ইঞ্চি নাক লম্বা। মাথার চুল কালো লম্বা অনুমান ১"ইঞ্চি। ওসি লিটন দেওয়ান আরো জানান, পুলিশ ভিকটিমের সুরতহাল রিপোর্ট ময়নাতদন্ত শেষে লাশের মৃতদেহ আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে সরকারি গোরস্থানে দাফন করা হয়। এই সংক্রান্তে বেগমগঞ্জ থানায় অপমৃত্যু মামলা হয়েছে। যার নং ০৪/২৫, তারিখ ০৭/১১/২৫ইং। মামলাটি তদন্ত দিন। ভিকটিমের পরিচয় নাম ঠিকানা পাওয়ার জন্য অনুসন্ধান অব্যাহত রয়েছে। ছবি দেখে কেউ থাকে চিনে থাকলে থানায় অথবা পরিবারের কাছে জানানোর জন্যও অনুরোধ করেছেন ওসি লিটন দেওয়ান।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.