প্রতিনিধি:
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মানবসম্পদ, ব্যবস্থাপনা ও অর্থ) উম্মে সালমা তানজিয়া নোয়াখালী আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শন করেছেন। এ সময় তিনি অফিসের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষন ও বিভিন্ন কক্ষ ঘুরে দেখে সন্তোষ প্রকাশ করেন।
এরপর তিনি পাসপোর্ট অফিস প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন এবং সেবা নিতে আসা পাসপোর্ট প্রত্যাশীদের সাথে কথা বলেন।
এসময় জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ইসরাত সাদমীন, নোয়াখালী পাসপোর্ট অফিসের সহকারী উপ-পরিচালক মহের উদ্দিন সেখসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত মহাপরিচালক উম্মে সালমা তানজিয়া বলেন, বাংলাদেশি পাসপোর্ট প্রবর্তন, আধুনিকায়ন ও প্রযুক্তিনির্ভরকরণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া আর কারও কোনো অবদান নেই। দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু যেমন পাসপোর্ট বিভাগ নিয়ে ভেবেছেন এখন ভাবছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি আরো বলেন, এমআরপি থেকে ই-পাসপোর্ট করতে পুলিশি তদন্ত লাগবে না। ই-পাসপোর্ট নবায়ন পাসপোর্ট অফিসে না গিয়ে ঘরে বসে অনলাইনেই করা যাবে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.