প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে একরাম হোসেন (১৪) নামের এক কিশোরের মুত্যু নিয়ে স্থানীয়দের মাঝে রহব্য ধু¤্রজালের সৃষ্টি হয়েছে। নিহত এমরান উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের আবদুল হালিমের পুত্র। সে স্থানীয় ব্যবসায়ী সোহানের গরুর খামারে শ্রমিক হিসেবে কাজ করতো।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মীর জাহিদুল হক রনি জানান, শনিবার স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে নরোত্তমপুর ইউনিয়ন পরিষদের সদস্য তপনের বাড়ীর পাশ গলায় ফাঁস দেয়া অবস্থায় কিশোর একরামের লাশটি উদ্ধার করে পুলিশ। এই কিশোরের মৃত্যুর সঠিক কারণ এখনো জানা যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। এটি হত্যা না আত্মহত্যা সঠিক কারণ ময়নাতদন্ত রিপোর্ট আসার পর জানা যাবে। আত্মহত্যা হলেও কি কারণে সে আত্মহত্যা করেছে, আত্মহত্যার পেছনে কোন কারণ বা কেউ দায়ী কিনা তাও তদন্ত করে দেখা হবে।
এদিকে ছটফটে কিশোর একরামের এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা সুস্থ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করতে প্রশাসনের প্রতি দাবী জানিয়েছে।
Leave a Reply