প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার এমরান হোসেনের উপর হামলা ও প্রাণ নাশের চেস্টার প্রতিবাদে ও হামলাকারীর সন্ত্রাসীদের গ্রেফতারের দাবীতে মানববন্ধন করেছে শিক্ষকরা। দুপুরে উপজেলা পরিষদের সামনে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের ব্যানারে এই কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে জানানো হয়, এমরান হোসেন সোনাইমুড়ীতে অফিস করে গত ৬ ফেব্রুয়ারী অসুস্থ মাকে দেখতে মোটর সাইকেল যোগের চাঁদপুরের কচুয়ার গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। সন্ধায় তিনি কুমিল্লার মুদাফফরগঞ্জ বাজারে পৌঁছলে একদল সন্ত্রাসী তাঁর উপর হামলা চালিয়ে এলোপাথাড়ি পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা করে। পরে স্থানীয়রা গুরুতর অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শিক্ষা অফিসারের ভাই থানায় মামলা করায় সন্ত্রাসীরা উল্টো হুমকি দিচ্ছে। এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও দোষিদের বিচার দাবী করেছে শিক্ষক সমাজ।
এ সময় সেনবাগ পৌরসভার মেয়র ভিপি আবু নাছেন দুলাল, সহকারি উপজেলা শিক্ষা অফিসার রতন চন্দ্র মজুমদার, উপজেলা রিসোর্স সেন্টার ইন্সট্রাকট্রর মোস্তফা কামাল, বালিকা সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইমাম হোসেন, চনগাঁও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল্লা আল মামুন, প্রধান শিক্ষক মিজানুর রহমান, মতিউর রহমান, সোনাইমুড়ী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শহিদুল ইসলাম সহ অনেকে বক্তব্য রাখেন। #
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.