প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নেরদক্ষিণ অভিরামপুরে অভিযান চালিয়ে ১ হাজার পিস ইয়াবা ও চোরাই মালামালসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্প্রতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়। এর আগে বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ অভিরামপুর গ্রামের চিহ্নিত মাদককারবারী বাবরের ঘরে থানার এস.আই তানভীরের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় ১ হাজার পিস ইয়াবা ও স্প্রিড বোতল, জুস, সাবান, সয়াবিন তৈল সহ কয়েক বস্তা চোরাই মালামাল জব্দ করা হয়। অভিযানে গ্রেফতারকৃতরা হলেন- মাদক কারবারি বাবরে আত্মীয় দেলোয়ার হোসেন, আজাদ মিয়া, কুসুম আক্তার। অভিযানের টের পেয়ে পালিয়ে যাওয়ায় বাবরকে আটক করা সম্ভব হয়নি।
বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহেদুল হক রনি জানান, গোপন সংবাদ পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ও চোরাই মালামাল সহ তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.