কাজিরহাটে দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাজির হাট ইসলামীয়া দাখিল মাদ্র্রাসার দাখিল পরীক্ষার্থীদের মিলাদ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। মাদ্রাসার সিনিয়র শিক্ষক খোরশেদ আলম বিএসসির পরিচালনায় ও মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি হাবিব উল্ল্যাহ বিএসসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান শিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ৫নং অম্বরনগর ইইউপি চেয়ারম্যান আক্তার হোসেন দুলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আকবর হোসেন বাহার। অনুষ্ঠানে বক্তব্য রাখেন দৈনিক জাতীয় নিশান পত্রিকার সহ সম্পাদক ও রেডিয়ান্ট রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক এম এ হাসান, আব্দুল কাদের মাষ্টার, এম এ ওহাব মাষ্টার, উক্ত মাদ্রাসা শিক্ষক মাও সাইদুজ্জামান। অনুষ্ঠানে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন সুপারিন্টেন্ডেন্ট মাও নুরুল আলম। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা পরিষদ সদস্য সালাউদ্দিন, মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ।