কবিরহাটে চলছে পল্লী বিদ্যুত সমিতির আয়োজনে আলোর ফেরিওয়ালা
কবিরহাট প্রতিনিধি: “শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ” এ শ্লোগানকে সামনে রেখে সারা দেশের ন্যায় নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আয়োজনে কবিরহাট জোনাল অফিসের সহযোগিতায় মঙ্গলবার সকাল ১০ টার সময় ধানসিঁড়ি ইউনিয়নে ভ্রাম্যমান গাড়ীর মাধ্যমে বিভিন্ন বাজার ও বাড়ীতে গিয়ে বিদ্যুৎ মিটার না পাওয়া গ্রাহকদের নাম রেজিষ্টেশন করে ০৫ মিনিটের মধ্যে মিটার লাগিয়ে সংযোগ দেওয়া হয়। জাহিদুল ইসলাম জসিম নামের একজন গ্রাহক বলেন, আজ এই আলোর ফেরিওয়ালা গাড়ি থেকে আমি দুইটি মিটার নিয়ে অনেক খুশি, কারণ এই সেবাতে তাৎখনিক ভাবে আমি আমার মিটার এবং সংযোগ পেলাম। আবেদন করে ১০/১৫ দিন অপেক্ষা করা বা দালালের খপ্পরে পড়ে হয়রানি হওয়া লাগেনাই, এতে আমার বাণিজ্যিক দুইটি মিটারে মাত্র খরচ হলো ১৯৩০ টাকা। আলোর ফেরিওয়ালা ভ্রাম্যমান গাড়ীর সাথে থেকে গ্রাহকদেরকে সেবা প্রদান করেন, কবিরহাট জোনাল অফিসের ওয়্যারিং পরিদর্শক মোঃ হাফিজুর রহমান ও মোঃ ওমর ফারুক, লাইনম্যান গ্রেড-১ মোঃ মিজানুর রহমান, আনোয়ার হোসেন, মিটার টেষ্টার গাজী ইমরান সহ পল্লী বিদ্যুৎ কবিরহাট জোনাল অফিসের সদস্যবৃন্দ।