নোয়াখালীতে ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার: নোয়াখালীতে বাংলাদেশ ছাত্রলীগের ৭১তম প্রতিষ্ঠািার্ষিকী পালিত হয়েছে। জেলা ছাত্রলীগের আয়োজনে গতকাল দুপুরে জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ের সামনের চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আরমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাওলা জিয়াউল হক লিটন, আবদুল মমিন বিএসসি, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শিহাব উদ্দিন শাহীন, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, শহর আওয়ামীলীগের সভাপতি আবদুল ওয়াদুদ পিন্টু, জেলা ছাত্রলীগের সহসভাপতি কায়সার হামিদ রকি, সাধারণ সম্পাদক আবুল হাসনাত আদনান প্রমুখ।