নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির জিএম’র বিদায় সংবর্ধনা
স্টাফ রিপোর্টার: নোয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার(জিএম) শংকর লাল দত্তের চাকরী হতে অবসর জনিত কারণ বিদায় সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে সমিতির বেগমগঞ্জস্থ সদর দপ্তর প্রাঙ্গনে এই সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
চট্টগ্রাম পবিস-৩ এর জেনারেল ম্যানেজার জুলফিকার হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল হক কামাল। প্রধান অতিথি ছিলেন পল্লী বিদ্যুৎ বোর্ডের চট্টগ্রাম জোনের তত্ত্বাবদায়ক প্রকৌশলী স্বপন বনিক। বিশেষ অতিথি ছিলেন পবিস কুমিল্লা-৪ এর জেনারেল ম্যানেজার দীলিপ কুমার চৌধুরী, লক্ষ্মীপুরের জেনারেল ম্যানেজার শাহজাহান কবির, নির্বাহী প্রকৌশলী উত্তম কুমার সেন, সমিতির সাবেক সভাপতি আবদুল মতিন, শামছুল আলম, দূর্গাপুর ইউপির সাবেক চেয়ারম্যান আবদুল জলিল প্রমূখ। এ সময় পল্লী বিদ্যুৎ সমিতির বিভিন্ন স্থরের কর্মকর্মা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে দৈনিক জাতীয় নিশানের সম্পাদক ইয়াকুব নবী ইমনসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে শংকর লাল দত্তকে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।