বেগমগঞ্জে মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জে র্যাবের অভিযানে গ্রেফতার হয়েছে চিহিৃত মাদক ব্যবসায়ী মোবারক হোসেন ওরফে হুক্কা মোবারক(২৫)। উদ্ধার করা হয়েছে ৫২ পিস ইয়াবা। শনিবার রাতে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের জগদীশপুর গ্রামের সরদার বাড়ির কাছে পাকা রাস্তার মোড়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব-১১ এর সদস্যরা। গ্রেফতারকৃত মোবারক মোহাম্মদপুর গ্রামের বেদে পল্লীর পোলের গোড়া এলাকার কালা মিয়ার পুত্র।
রোববার সকালে র্যাব-১১ সিপিসি-৩, লক্ষ্মীপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক পুলিশ সুপার নরেশ চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর স্কোয়াড কমান্ডার এএসপি প্রনব কুমার সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ মোবারককে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মোবারক দীর্ঘদিন থেকে এলাকায় মাদক ব্যবসা করে আসছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধিন রয়েছে বলেও জানানো হয় প্রেস বিজ্ঞপ্তিতে। এদিকে র্যাবের হাতে মাদক ব্যবসায়ী মোবারক গ্রেফতার হওয়ায় স্বস্থির নি:শ^াস ফেলেছে এলাকার জনগণ। তার কারণে এলাকার অনেক যুবক নেশাগ্রস্ত হয়ে পড়ছে বলে অভিযোগ করেছে এলাকার সচেতন মহল। তাকে গ্রেফতার করায় র্যাবকে সাধুবাদ জানিয়েছে সাধারণ মানুষ।