কবিরহাটে ইয়াবাসহ গ্রেফতার ১
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নোয়াখালীর কবিরহাটে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত দিলদার হোসেন মোহন (৩৮), সোনাপুর এলাকার ওহাব কলোনীর হাসানুজ্জামান হারুনের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত প্রায় ২টার দিকে সোনাপুর- আবদুল্লাহ মিয়ার হাট সড়কের অগ্রণী ব্যাংকের এজেন্ট ব্যাংকিংয়ের সামনে থেকে কবিরহাট থানার (পিএসআই) মো.মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
কবিরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মির্জা মোহাম্মদ হাসান জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হবে।