বেগমগঞ্জ উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা
স্টাফ রিপোর্টার: ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৯৯তম জন্ম বার্ষিকী তথা জাতীয় শিশু দিবস ও ২৫ মার্চ গণহত্যা দিবস এবং ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালন করার লক্ষ্যে সোমবার ১১ই মার্চ সকাল ১১টায় বেগমগঞ্জ উপজেলা ডিজিটাল মিলনায়াতনে নির্বাহী অফিসার মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন, বেগমগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এডভোকেট শরীফুল ইসলাম, বিশিষ্ট মুক্তিযোদ্ধা মোঃ রফিক উল্যা (নেতা রফিক), মুক্তিযুদ্ধা কমান্ডার আবুল হোসেন বাঙ্গালী, মুক্তিযোদ্ধা আবদুল মন্নান, বিনয় কিশোর রায়, বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ হোসেন মোল্লা, সহকারী কমিশনার (ভূমি) বেগমগঞ্জ মোস্তফা জাবেদ কায়সার, বেগমগঞ্জ উপজেলা ১০ শয্যা হাসপাতালের আবাসিক অফিসার অসিম কুমার দাস, চৌমুহনী ট্রাফিক ইন্সেপেক্টর জয়দেব দাস, চৌমুহনী পৌরসভার সচিব মোঃ কাইয়ুম উদ্দিন, দৈনিক সচিত্র নোয়াখালী সম্পাদক মোঃ আমিরুল ইসলাম হারুন, নোয়াখালীর সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় বেগমগঞ্জ প্রতিনিধি মোঃ আনোয়ারুল করিম মানিক, বেগমগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি মোঃ ফিরোজ আলম, আনিছুর রহমান, খলিলুর রহমান, মোস্তফা কামাল চেয়ারম্যান সহ বিভিন্ন সংগঠন, সংস্থার প্রতিনিধিগণ।
সভায় জাতীয় শিশু দিবস, গণহত্যা দিবস, স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে কয়েকটি সিদ্ধান্ত গ্রহন করা হয়।