কাজী মো: রফিক উল্যাহর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও আলোচনা সভা
নিশান ডেক্স: বৃহত্তর নোয়াখালীর প্রথম দৈনিক “দৈনিক জাতীয় নিশান” পত্রিকার প্রতিষ্টাতা সম্পাদক ও প্রকাশক কাজী মো: রফিক উল্যাহর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে দোয়া মাহফিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকেলে পত্রিকা অফিস প্রাঙ্গনে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। দৈনিক জাতীয় নিশান পত্রিকার সম্পাদক ও চৌমুহনী প্রেসক্লাবের সহ সভাপতি ইয়াকুব নবী ইমনের সভাপতিত্বে ও আরটিভির নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাবুর উপস্থাপনায় বক্তব্য রাখেন চৌমুহনী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মহি উদ্দিন নসু, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, চৌমুহনী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আলাউদ্দিন, প্রেসক্লাব সদস্য হারুন রাজিব প্রমূখ। এ সময় বক্তারা বলেন, কাজী মো: রফিক উল্যাহ এক সময়ে দৈনিক জাতীয় নিশানে ব্যাপক লেখালেখির মাধ্যমে তিনি এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ভিন্নধর্মী লেখনির জন্য তিনি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন। পরে কাজী মো: রফিক উল্যাহর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে মুনাজাত করেন।