নোয়াখালীতে ভোরের ডাকের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক ভোরের ডাক পত্রিকার ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকালে প্রতিনিধি এম মজিদুল ইসলামের উদ্যোগে চৌমুহনীর জাতীয় নিশান কার্যালয়ে কেক কেটে পত্রিকাটির বর্ষপূর্তি উদযাপন, আলোচনা সভা ও র্যালি করা হয়। চৌমুহনী প্রেসক্লাবের সহ সভাপতি ইয়াকুব নবী ইমনের সভাপতিত্বে ও আরটিভির নোয়াখালী প্রতিনিধি মনির হোসেন বাবুর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন, সাবেক সাধারণ সম্পাদক গোলাম মহি উদ্দিন নসু, আমাদের নতুন সময়ের জেলা প্রতিনিধি মাহবুবুর রহমান, চৌমুহনী প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আলাউদ্দিন, সদস্য হারুন রাজিব প্রমূখ। দৈনিক ভোরের ডাক পত্রিকা যেন আগামীতেও দেশ ও জাতির কল্যাণে বস্তুনিষ্ঠ ও সঠিক সংবাদ পরিবেশন করে সেই প্রত্যাশা করে বক্তব্য রাখেন অতিথিরা।