সুবর্ণচরে ফের ৬ সন্তানের জননীকে গণধর্ষণের অভিযোগ
সুবর্ণচর প্রতিনিধি: নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর জব্বার ইউনিয়নের উত্তর চরবাগ্যা গ্রামের ৯ নং ওয়ার্ডে বাসিন্দা এবং সাবেক ইউপি মেম্বার প্রার্থী শাহানাজ আক্তার (৪২) নামে ৬সন্তানের জননী এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ এসেছে। সোমবার (১এপ্রিল) মহিলার স্বামী স্থানীয় বিএনপি নেতা মোঃ শাহজাহান অভিযোগ করে বলেন গতকাল রবিবার (৩১ মার্চ) সন্ধা সাড়ে সাতটার সময় স্থানীয় সন্ত্রাসী ইউসুফ মাঝি ও বেচু মাঝির নেতৃত্বে ১০-১২জন লোক ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে ধর্ষণ করে। পরে রাত ১২টার সময় তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। শাহানাজ আক্তার তিন ছেলে এবং তিন মেয়ের জননী। তিনি বর্তমানে নোয়াখালী জেনারেল হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন । তার স্বামী জানান এখনো কোন মামলা করা হয়নি। তবে এজন্য প্রস্ততি নেয়া হচ্ছে। এব্যাপারে অভিযুক্তরা পলাতক থাকায় কারো সাথে যোগাযোগ করা কথা বলা হয়নি। অভিযুক্ত ইউসুফ মাঝি ও বেচু মাঝি উপজেলার একই ইউনিয়নের উত্তর চরবাগ্যা গ্রামের ৮ নং ওয়ার্ডের বাসিন্দা।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন জানান, জানা গেছে পারিবারিক দ্বন্ধের জেরে এমন ঘটনা ঘটেছে। সোমবার দুপুর পর্যন্ত বাদী আমাদের কাছে কোন অভিযোগ করেনি। অভিযোগ এলে বিস্তারিত তদন্ত করে এর বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।