বেগমগঞ্জে সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে ঋণ বিতরন
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে দারিদ্র বিমোচন কর্মসূচির আওতায় পল্লী সমাজসেবা (আরএসএস) কার্যক্রমভূক্ত গ্রামসমূহে সুদমূক্ত ক্ষুদ্রঋণ, দগ্ধ ও প্রতিবন্ধী পুনর্বাসন কর্মসূচির অধিনে ৪৮জন নির্বাচিত দরিদ্র জনগোষ্ঠির মাঝে এগার লক্ষ তিরাশি হাজার টাকার পুণ: বিনিয়োগ করা হয়। মঙ্গলবার উপজেলা সমাজসেবা কার্যালয়ে এই কর্মসূচির আয়োজন করা হয়। ক্ষুদ্রঋণ বিতরন অনুষ্ঠানে বেগমগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ আবুল কাশেমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক
আইয়ুব খান। এ সময় আরো উপস্থিত ছিলেন ফিল্ড সুপার ভাইজার মো: আকবর হোসেনসহ সংশ্লিষ্ট ইউনিয়নের সমাজকর্মীগণ।