| মুক্তিপণ না পেয়ে চার বছরের শিশুকে হত্যা
গাজীপুর প্রতিনিধি : গাজীপুরে মুক্তিপণ না পেয়ে অপহরণের দুইদিন পর সোলায়মান নামের চার বছরের এক শিশুকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে গাজীপুর সিটি কর্পোরেশনের ৫নং ওয়ার্ডের কাশিমপুর সুরাবাড়ি এলাকার একটি কালভার্টের কাছে জঙ্গল থেকে শিশুটির লাশ উদ্ধার করেছে পুলিশ।
পরে রাতে নিহতের স্বজনরা গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে এসে লাশ শনাক্ত করেন।
নিহত সোলায়মান গাজীপুর সিটি কর্পোরেশনের চান্দনা চৌরাস্তা আউটপাড়া এলাকার আ. মোতালেবের ভাড়াটিয়া মোকারম হোসেনের ছেলে। তাদের গ্রামের বাড়ি জামালপুর জেলার ইসলামপুর থানার ভেনুয়ারচর এলাকায়।
নিহতের পিতা মোকাররম জানান, শনিবার বিকাল ৫টার দিকে সোলায়মান দোকানের উদ্দেশে বাসা থেকে বের হয়। পরে আর সে বাসায় ফিরেনি। ওই রাতেই তার মোবাইলে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি ফোন করে দেড় লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় রোববার জয়দেবপুর থানায় একটি সাধারণ ডায়েরিও করেন তিনি।