বেগমগঞ্জে যুবদল নেতার মায়ের মৃত্যুতে বিএনপির ভাইস চেয়ারম্যানে শোক, জানাজা সম্পন্ন
প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক রুস্তম আলী মা নুর নাহার বেগমের(৬৫) মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ বুলু। এক শোক বার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিতার কামনা করে ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান।
এদিকে বুধবার জানাজা শেষে উজেলার হাজিপুরে মরহুমের নিজ বাড়িতে পারিবারিক গোরস্থানে দাপন করা হয়। জানাজায় জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মোরশেদুল আমিন ফয়সল, উপজেলা বিএনপির সদস্য সচিব মাহফুজুল হক আবেদ, চৌমুহনী পৌর বিএনপির সাধারন সম্পাদক মো: মহসিন, জেলা যুবদলের সাধারন সম্পাদক নুরুল আমিন খানসহ অনেকে অংশ গ্রহন করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৭ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।