নোয়াখালী প্রতিদিন পদক পেলেন জাতীয় নিশান সম্পাদক
নিশান রিপোর্ট: নোয়াখালী প্রতিদিন পদক পেয়েছেন বৃহত্তর নোয়াখালীর প্রথম দৈনিক ”দৈনিক জাতীয় নিশান“ পত্রিকার সম্পাদক ইয়াকুব নবী ইমন। বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের পাঠক প্রিয় দৈনিক নোয়াখালী প্রতিদিনের ৮ম বর্ষে পদার্পণ উপলক্ষ্যে শনিবার ঢাকার কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউটে ”দক্ষিণ এশিয়ায় বাঙ্গালী জাতি ও অসাম্প্রদায়িকতা“ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার ও বাংলাদেশ-ভারত মৈত্রী উৎসব ২০১৯, গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে তাঁর হাতে এই পদক তুলে দেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। ইয়াকুব নবী ইমন দীর্ঘ ১৮ বছর ধরে বৃহত্তর নোয়াখালীতে মফস্বল সাংবাদিকতা করে আসছেন। তিনি ২০১১ সাল থেকে দৈনিক জাতীয় নিশানের সম্পাদনার সাথে জড়িত। এ অঞ্চলের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা, অপরাধ, সামাজিক অবক্ষয় ও দূর্নীতির চিত্র তুলে ধরে বিভিন্ন সময় তিনি আলোচিত হন। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত। তিনি একাধারে জেলার ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন চৌমুহনী প্রেসক্লাবের দুই বারের নির্বাচিত সাধারণ সম্পাদক ছিলেন ও বর্তমানে একই সংগঠনের সহ-সভাপতির দায়ীত্ব পালন করছেন। তিনি দৈনিক জাতীয় নিশানের অঙ্গপ্রতিষ্ঠান নিশান ফাউন্ডেশনের মহা-সচিব। দৈনিক জাতীয় নিশান পত্রিকার সম্পাদনার পাশাপাশি ইমন দেশের জনপ্রিয় চ্যাটেলাইট টিভি চ্যানেল বাংলা টিভি, দৈনিক নবচেতনা ও বার্তা সংস্থা ফটো বাংলা নিউজের নোয়াখালী প্রতিনিধি হিসেবে কাজ করছে। এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী সম্পাদিত ইংরেজি ডেইলি অবজারভার পত্রিকার প্রতিনিধি হিসেবেও কর্মরত রয়েছেন। নোয়াখালী প্রতিদিন পদক পাওয়ায় ইয়াকুব নবী ইমনকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চৌমুহনী প্রেসক্লাবের সভাপতি ও প্রতিদিন আমার সংবাদের সম্পাদক আশরাফ ছিদ্দিকী বাবু, সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদের প্রতিনিধি মোস্তফা মহসিনসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
এদিকে উক্ত অনুষ্ঠান স্থল দুই বঙ্গের বাংলা ভাষাভাষি মানুষদের মিলন মেলায় পরিণত হয়। দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক মন্ডলীর সভাপতি মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী-৩ আসনের সংসদ সদস্য লে. জেনারেল (অব:) মাসুদ উদ্দিন চৌধুরী, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, শাহ টেক্সটাইলের কর্ণধার শুকান্তি লাল সাহা, পশ্চিমবঙ্গ বেঙ্গল এডুকেশন ফাউন্ডেশন এর সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাজাহান মন্ডল,কবিরহাট উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল হক চৌধুরী শাহীন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি নুরুল করিম জুয়েল, কেন্দ্রীয় ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক নাজিম উদ্দিন, অনুষ্ঠানের আহবায়ক বিধান ভৌমিক প্রমুখ। এ ছাড়াও পশ্চিমবঙ্গ থেকে আগত ইদ্রিস আলী, সৈয়দ জাহাঙ্গীর হাবিব, সৈয়দ রেজাউল হাবিব, কার্তিক চন্দ্র বিশ্বাস, ডঃ প্রসন্ন সাহা, অধ্যাপক ডঃ শেখ কামালউদ্দিন, সৈয়দ রিজাউনুল হাবিব, হালিমা বিবি, সোনালী সরকার মিস্ত্রি, সাবিনা সৈয়দ, রেবা রায়, অশোক কুমার দাস, অনুশ্রী দাস এর উপস্থিতিতে অনুষ্ঠানের কোন অংশই কমতি রাখেনি। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন দৈনিক নোয়াখালী প্রতিদিনের সম্পাদক মো.রফিকুল আনোয়ার। অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় বিশিষ্ট ব্যক্তিদের পদক প্রদান করা হয়।