আলোচনায় জোনাকীর ‘বসন্তকাল’
বিনোদন প্রতিবেদক: মিষ্টি কন্ঠের গায়িকা নাজনীন সুলতানা জোনাকী মঞ্চ এবং বেতারের শিল্পী হিসাবে কক্সবাজারে বেশ পরিচিত এটা পুরনো কথা। নতুন কথা হলো বর্তমানে শিল্পী নাজনীন সুলতানা জোনাকী আলোচনায় আছেন তার প্রথম মৌলিক গান ‘বসন্তকাল’ দিয়ে। ইউটিউব চ্যানেল ‘সিএমভি মিউজিক’-এ স্টুডিও ভার্সন ভিডিও আকারে গানটি গত সপ্তাহে প্রকাশিত হয়েছে। গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর এবং সংগীত মার্সেল।
কক্সবাজার বেতারের নিয়মিত শিল্পী জোনাকী বলেন, দীর্ঘ দিন ধরেই আমি গানের সঙ্গে জড়িত। স্টেজ এবং কক্সবাজার বেতারে প্রায়ই গাইছি। স্বপ্ন ছিল নিজের মৌলিক গান প্রকাশ করার। এবার সেই স্বপ্নটি পূরণ হওয়ায় খুব ভালো লাগছে। ‘বসন্তকাল’ গানটি ফোক ধাঁচের। এরমধ্যে যারা শুনেছেন সবাই বলেছেন ভালোই গেয়েছি আমি।
এদিকে ইউটিউবে গানটি মুক্তি পাওয়ার পর পরেই পুরনো পরিচিতিকে ছাড়িয়ে নতুন করে আলোচনায় আসেন শিল্পী জোনাকী। অনেকে গানটি শুনে তার ভূয়সী প্রশংসা করেছেন।
শিল্পী জোনাকীর জন্ম কক্সবাজারের রম্যভুমি রামুর মেরংলোয়া গ্রামে। ২০০৩ সালে জাতীয় শিশু শিল্পী প্রতিযোগিতায় চট্রগ্রাম বিভাগে ২য় স্থান অর্জন করেন তিনি। ২০০৪ সালে কক্সবাজার বেতারের পল্লী গীতি শিল্পী হিসেবে নির্বাচিত হন। এখন তিনি কক্সবাজার বেতারের প্রথম শ্রেনীর শিল্পী। গানটি শুনতে ও দেখতে নিচের লিংকে ক্লিক করুন।
www.youtube.com/watch?v=NZPIaSJxPkA&feature