বেগমগঞ্জ ইউএনও’র সরকারী বীজতলা পরিদর্শন
নিশান রিপোর্টার: বেগমগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মাহবুব আলম মঙ্গলবার বিকালে বেগমগঞ্জ উপজেলার চৌরাস্তার দিঘীর দক্ষিণ পাড়ে বন বিভাগের সরকারী বীজতলা পরিদর্শন করেন। এ সময় উপজেলা ভারপ্রাপ্ত বন কর্মকর্তা শামছুদ্দিন বীজতলার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে বলেন, বাউন্ডারী ওয়াল না থাকায় এখানে রোপিত চারা গাছগুলো গরু ছাগল খেয়ে ফেলে এবং চুরি হয়ে যায়। ফলে সরকারী ভাবে বীজ উৎপাদন ব্যহত হচ্ছে। পরে উপজেলা নির্বাহী অফিসার বীজতলার সমস্যা সমাধানে ব্যবস্থা নেয়ার কথা জানান। তাছাড়া আসন্ন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকীতে দেশব্যাপী নারিকেল গাছের চারা বিতরনের অংশ হিসেবে বেগমগঞ্জেও বিতরণ করা হবে। তাই উক্ত বীজতলায় চারা উৎপাদনের জন্য ইতিমধ্যে প্রকল্প হাতে দেয়া হয়েছে।