বেগমগঞ্জে তাফসিরুল কোরআন মাহফিল
প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার জমিদারহাট বড়পোল এলাকায় নবীজান জামে মসজিদ কর্তৃপক্ষ ও যুব সমাজের উদ্যেগে তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে মসজিদের সামনের মাঠে এই মাহফিল অনুষ্ঠিত হয়। জমিদার হাট রেডিয়ান্ট রেসিডেন্সিয়াল স্কুলের চেয়ারম্যান ও সিঙ্গাপুর প্রবাসী ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জনির সভাপতিত্বে মাহফিলে তাফসির পেশ করেন ঢাকার মদিনাতুল উলুম কাউমি মাদ্রাসার প্রধান মুহাদ্দিস ড. মুফতি আবুল কালাম আজাদ বাশার, কুমিল্লার মসজিদে কোবার খতিব হযরত মাওলানা মোল্লা নাজিম উদ্দিন ও মুগদা দারুল উলুম মাদ্রাসার সাবেক শিক্ষা সচিব মুফতি আমিনুর রহমানসহ অনেকে এ সময় এলাকার গন্যমান ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।