নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
প্রতিনিধি: ‘মাদককে রুখবো, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়বো’ এর প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার নোয়াখালীতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সকালে জেলা শিল্পকলা একাডেমির সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলী অর্পন ও বেলুন উড়িয়ে কর্মসূচীর উদ্বোধন করা হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে র্যালী ও হল রুমে আলোচনা সভার আয়োজন করা হয়। অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট তারিকুল আলমের সভাপতিত্বে ও জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সহকারী পরিচালক বিপ্লব মোদকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তন্ময় দাস। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার আলমগীর হোসেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অফিসের উপপরিচালক আইয়ুব খান, নোয়াখালী কলেজের সাবেক অধ্যক্ষ কাজী মো: রফিক উল্যাহ প্রমূখ। এ সময় বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।