হাতিয়ায় জাতীয় ইমাম পরিষদের উদ্যোগে আলোচনা সভা
হাতিয়া প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলার হরণী ও চানন্দী ইউনিয়নে জাতীয় ইমাম পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত বৃহস্প্রতিবার সকালে হাতিয়ার বাজারে এই আলোচনা সভার আয়োজন করা হয়। মাও: আবু সাঈদের সভাপতিত্বে ও মাও: সাখাওয়াত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন হাফেজ ইলিয়াছ, মুফতি মোস্তফা আল কাসেমী, হাফেজ সিহাব উদ্দিন, মাও: মুফতি ওমর ফারুক, ইউপি সদস্য মো: ফারুক হোসেন, তৌহিদুল ইসলাম তছলিম, খালেদ হাসান, ডা: টুটুল, মাস্টার সাখাওয়াত হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইসলামের নামে কেউ যেন সন্ত্রাসী কার্যকলাপ না করতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে। এবং কওমি মাদরাসার দাওরা হাদিসকে মাস্টার্স স্বীকৃতি দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।