বেগমগঞ্জে ছিন্নমূল পথ শিশুদের মাঝে খাবার বিতরণ
প্রতিনিধি: নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরনের পক্ষ থেকে ছিন্নমূল পথ শিশুদের মাঝে খবার বিতরণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার দুপুরে চৌমুহনীর পোষ্ট অফিস এলাকায় এই খাবার বিতরণ করা হয়। এই খাবার বিতরনে বাংলা টিভি ও নিশান ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগীতা করা হয়। এ সময় বাংলা টিভির নোয়াখালী প্রতিনিধি ও নিশান ফাউন্ডেশনের মহা সচিব ইয়াকুব নবী ইমন, চৌমুহনী পৌর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক কামরুজ্জামান রিয়াজ, যুবলীগ নেতা আবদুল মান্নান মনা, ছাত্রলীগ নেতা মিহির আহমেদ বিজয়সহ অন্যানরা উপস্থিত ছিলেন।
কামরুজ্জামান রিয়াজ জানান, এমপি মহোদয়ের পক্ষ থেকে ৬৪ দিনের মতো খাবার বিতরণ অব্যাহত রয়েছে। আমরা দেশের জনপ্রিয় টিভি চ্যানেল বাংলা টিভি ও নিশান ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই আজকে আমাদের সাথে শরিক হওয়ার জন্য। ভবিষ্যতেও এই খাবার বিতরণ অব্যাহত থাকবে বলেও তিনি জানান