চাটখিলে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার
প্রতিনিধি: চাটখিল থানার উপজেলার খিলপাড়া ইউনিয়নের শংকরপুর এলাকা থেকে ৫১০ পিচ ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গতরাতে থানার অফিসার ইনচার্জ আনোয়ারুল ইসলামের বিশেষ নির্দেশনায় সেকেন্ড অফিসার এস আই কৃষ্ণ কুমার দাসের নেতৃত্বে প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে মাদক বিরোধী এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান কালে মাদকদ্রব্য বিক্রেতা মো: ইব্রাহিম (২১) ও সাইফুল ইসলামকে(৩০) গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামদদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে। যার নং-৭।
চাটখিল থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন থেকে এলাকায় ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রির সাথে জড়িত। মাদক বিরোধী এই অভিযান অব্যাহত থাকবে।