প্রবাসীর স্ত্রীকে নিয়ে মেম্বার উধাও
টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলেবর দেলদুয়ার উপজেলার নরুন্দা গ্রামের সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম, একই গ্রামের মালয়েশিয়া প্রবাসী মুক্তার অালীর সুন্দরী স্ত্রী লিপি অাক্তারকে নিয়ে পালিয়ে গেছে । এর অাগেও সাবেক এই মেম্বার মুক্তার অালীর বড় ভাই অাবুবকর সিদ্দিকীর স্ত্রীকে নিয়ে পালিয়ে বিয়ে করেছিলো । বছর না ঘুরতেই তার সাথে ছাড়াছাড়ি হলে, সন্তানের মুখের দিকে তাকিয়ে সেই বউকের মেনে নিয়ে সংসার করেন অাবুবকর । জানা যায়, গত রোববার রাতে প্রবাসীর স্ত্রী লিপি অাক্তারকে নিয়ে পালিয়ে যায় শফিকুল মেম্বার । লিপি অাক্তারের একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে । তারা দুজনেই পলিটেকনিক ইন্সটিটিউটেি পড়াশোনা করছে । অন্যদিকে শফিকুল মেম্বারের স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে । স্থানিয়রা জানিয়েছে শফিকুল মেম্বার মাদক চোরাচালানসহ বিভিন্ন অনৈেতিক কাজের সাথে যুক্ত রয়েছে । এবার তিনি ইউ পি সদস্য পদে নির্বাচন করে পরাজিত হয়েছে এবং লিপি অাক্তার সংরক্ষিত নারী ইউপি সদস্য পদে নির্বাচন করে তিনিও পরাজিত হন । প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার ঘটনায় দেলদুয়ার থানায় একটি জিডি করা হয়েছে । এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ।