নোয়াখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও পুরস্কার বিতরণ
নিশান ডেক্স: ”পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন, প্রাণি সম্পদ প্রদর্শনীর আয়োজন“ এই প্রতিপাদ্যে নোয়াখালীতে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার এক যোগের জেলার ৯টি উপজেলায় এই মেলা অনুষ্ঠিত হয়।
মাইজদী থেকে জাতীয় নিশান রিপোর্টার জানান, জেলা শহর মাইজদীতে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২ এর উদ্বোধন কালে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ কে এম সামছুদ্দিন জেহান এবং সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ কাজী রফিকুজ্জামান। সভাপতিত্ব করেন সদর সহকারী কমিশনার (ভুমি) হাফিজুল হক। প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদান রাখায় নারী উদ্যোক্তাসহ তিনজন উদ্যোক্তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এলডিডিপি প্রকল্প থেকে প্রদানকৃত ক্রিম সেপারেটর মেশিন খামারী এবং গ্রুপের মাঝে বিতরণ করা হয়। এছাড়া মেলায় অংশ গ্রহণকারীদের মধ্যে বিজয়ী এবং সকল অংশ গ্রহনকারীদের বিভিন্ন পুরষ্কার ও সার্টিফিকেট বিতরণ করা হয়। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভিএস, ডাঃ শাহ পরান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ শহিদুর রহমান। এদিকে বেগমগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরণ। উপজেলা নির্বাহী অফিসার শামছুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান শাহনাজ বেগম নাজু, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মো: মারুফ রিজভী তালুকদার, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদসহ অনেকে বক্তব্য রাখেন। অতিথিরা বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অনুষ্ঠানে শ্রেষ্ঠ খামারিদের মাঝে পুরস্কার বিতরণ করেন।