বেগমগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার ২
স্টাফ রিপোর্টার: নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের অভিযানে ৮৩পিস ইয়াবাসহ ২জনকে গ্রেফতার করা হয়। বৃহস্প্রতিবার দুপুরের তাদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের কিত্তনিয়ারহাট বাজারে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কুতুবপুর গ্রামের আবুল খায়েরের পুত্র মো: ছালা উদ্দিন শামীম(২৩) ও একই গ্রামের মোস্তফার পুত্র আতিকুর রহমান নাঈমকে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৮৩পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা ডিবি (ওসি) আবুল খায়ের তাদেরকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।