সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর আলম জনির জাতীয় নিশান অফিস পরিদর্শন
স্টাফ রিপোর্টার: গতকাল রবিরবার সন্ধায় নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কৃতি সন্তান বিশিষ্ট ব্যবসায়ী সিঙ্গাপুর প্রবাসী জাহাঙ্গীর আলম জনির বৃহত্তর নোয়াখালীর প্রথম দৈনিক জাতীয় নিশান পত্রিকা অফিস কার্যালয় পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক জাতীয় নিশান পত্রিকার সম্পাদক ইয়াকুব নবী ইমন, নির্বাহী সম্পাদক মোস্তফা মহসিন, জমিদার রেডিয়ান্ট রেসিডেন্সিয়াল স্কুলের অধ্যক্ষ এম এ হাসান, পত্রিকার বিজ্ঞাপন ম্যানেজার মনির জামশেদ, স্যাকুলেশন ম্যানেজার আবদুল মতিন, কম্পিউটার অপারেটর জামশেদুর রহমান, অফিস সহকারী রাশেদ খান প্রমূখ। জাহাঙ্গীর আলম জনি তার বক্তব্যে জাতীয় নিশানের বস্তু নিষ্ঠা সংবাদ প্রচার করায় সন্তোষ প্রকাশ ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। ভবিষ্যতে যেকোনো প্রয়োজনে দৈনিক জাতীয় পত্রিকার পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।