কোম্পানীগঞ্জে বই উৎসব পালিত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: নতুন বছর নতুন বই হাতে পেয়ে সীমাহীন আনন্দ আর বাঁধ ভাঙ্গা উল্লাসে উজ্জীবিত হয়ে উঠে ছোট ছোট শিক্ষার্থীরা। ভীষন খুশি নি¤œমাধ্যমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীরাও। ২০১৯ শিক্ষাবর্ষের নতুন বই উৎসবে সারা দেশের মতো নোয়াখালী কোম্পানীগঞ্জ উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসাগুলোতে পালিত হয় বই উৎসব। সকাল ১১টায় উপজেলার প্রাণকেন্দ্র বসুরহাট পৌরসভাস্থ বসুরহাট এ.এইচ.সি সরকারি উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আবু জাফর মোঃ নুরুল আমিনের সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল বই উৎসব উদ্ভোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ফয়সাল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহ কামাল পারভেজ, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ইলিয়াছ। উৎসবে উপজেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কিন্ডার গার্টেন এর ক্ষুদে শিক্ষার্থী, নি¤œমাধ্যমিক, মাধ্যমিক, কারিগরি ও মাদ্রাসার শিক্ষার্থীরা অংশ গ্রহণ করে। এ বই উৎসবে শিক্ষার্থীরা যেমন খুশি, তেমনি খুশি তাদের অভিভাবকরাও।