সেনবাগে দুঃস্থদের মাঝে কম্বল বিতরণ
সেনবাগ প্রতিনিধি: নোয়াখালীর সেনবাগের “বীর বিক্রম” শহীদ তরিক উল্লাহ ফাউন্ডেশনের উদ্যোগে সহ্স্রাধিক শীতার্ত অসহায় ও দুঃস্থদের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে লায়ন জাহাঙ্গীর আলম মানিকের শায়েস্তানগরস্থ গ্রামের বাড়িতে আনুষ্ঠানিক ভাবে ওই শীতবস্ত্র গুলো তুলে দেন ফাউন্ডেশনের পরিচালক বীর বিক্রম শহীদ তরিক উল্লাহ সন্তান ফিরোজ আলম খোকন। এসময় উপািস্থত ছিলেন-সমাজসেবক মাষ্টার শহিদ উল্লাহ,শায়েস্তানগর ৬ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আমজাদ হোসেন মানিক, সেক্রেটারী আবু তাহের, মাষ্টার জাকের হোসেন, ওসমান মেম্বার, সমাজসেবক শাহাদাত হোসেন সাধন প্রমুখ।