দেশ আজ একদলীয় শাসন ব্যবস্থার কারনে অন্ধকার যুগের দিকে যাচ্ছে-ফখরুল
স্টাফ রিপোর্টার: বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচনের আগে ও পরে যে সহিংসতা ঘটেছে এতে জনগণের অধিকার হরণ করা হয়েছে। আমরা এর বিরুদ্ধে রুখে দাঁড়াবো। দেশ আজ একদলীয় শাসন ব্যবস্থার কারনে অন্ধকার যুগের দিকে যাচ্ছে আওয়ামীলীগ ও রাষ্ট্র জনগনের বিরুদ্ধে অবস্থান নেয়া এটি দেশে দীর্ঘস্থায়ী ক্ষত সৃস্টি করেছে।
শনিবার দুুপরে নোয়াখালী সূবর্নচরের গনধর্ষনের ঘটনায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভিকটিমকে দেখতে গিয়ে বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলোমগীর এসব কথা বলেন।
সেখানে তারা কিছুক্ষণ তার পাশে বসেন ও ভিকটমের কথা শুনেন। পরে তাকে নগদ আর্থিক সহযোগিতা করেন।
এ সময় উপস্থিত ছিলেন, ঐক্যফন্টের সমন্বায়ক আ স ম আবদুর রব,বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী, এ্যাড. সুব্র্রত চৌধুরী নজরুল ইসলাম খান, মো. বরকত উল্ল্যা বুলুু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন,জয়নাল আবেদিন ফারুক, মো.শাহজাহান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, এ্যাড.ফাপিয়া, জেলা বিএনপির সভাপতি গোলাম হায়দার বিএসসি, জেলা বিএনপির সেক্রেটারি এ্যাড. আব্দুর রহমান, শামীমা বরকত লাকী প্রমুখ।