বেগমগঞ্জে গৃহবধু পারুল হত্যা মামলার আসামী গ্রেফতার
প্রেস বিজ্ঞপ্তি: নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন মিয়াপুর এলাকা থেকে চাঞ্চল্যকর পারুল আক্তার হত্যা মামলার থানায় দায়েরকৃত এজাহারভূক্ত ০২ নং আসামী মোঃ রাসেল (ভেন্ডার) (৪০) কে গ্রেফতার করেছে র্যাব-১১, লক্ষ্মীপুর ক্যাম্প। মামলাটির বাদী নিহত পারুল আক্তার (৩৭) এর পিতা মোঃ মোস্তফা এর অভিযোগের ভিত্তিতে সহকারি পুলিশ সুপার জনাব প্রণব কুমার এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালিত হয়। আভিযানিক দলটি গোয়েন্দা সুত্রে জানতে পারেন যে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন মিয়াপুর এলাকায় আসামী মোঃ রাসেল (ভেন্ডার) (৪০), পিতাঃ রফিক (ভেন্ডার), সাং-মিয়াপুর (চৌকিদার বাড়ি), থানা-বেগমগঞ্জ, জেলা-নোয়াখালীতে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি তাৎক্ষণিকভাবে উক্ত এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর গৃহবধূ হত্যা মামলার এজাহারভূক্ত ০২ নং আসামীকে গ্রেফতার করে হেফাজতে নেয়। মামলার বিবরণ সূত্রে জানা যায় যে, উক্ত আসামীসহ আরো দুই জন মিলে যৌতুকের টাকা না দেওয়ার জন্য যোগসাজসে পরিকল্পিত ভাবে ভিক্টিম পারুল আক্তারের মাথার বাম পাশে সজোরে আঘাত করে হত্যা করে। উল্লেখ্য যে, ঘটনার ০১ আসামী মোঃ নুর হোসেন (৪৫), পিতাঃ মৃত আজাহার মিয়া , সাং-মিয়াপুর (হাসান মেম্বার বাড়ি), থানা- বেগমগঞ্জ, জেলা- নোয়াখালীকে স্থানীয় লোকজন আটক রেখে পুলিশের হেফাজতে দেয়। র্যাব-১১, সিপিসি-৩ উক্ত হত্যা মামলার ২ নং আসামী মোঃ রাসেল (ভেন্ডার) (৪০) কে গ্রেফতার করতে সক্ষম হয় যার প্রেক্ষিতে পরবর্তীতে মামলাটি তদন্তকারি কর্মকর্তা অন্যান্য আসামীদের গ্রেফতার করতে এবং মামলার রহস্য উদঘাটন সক্ষম হবে বলে আশা করা যায়। উক্ত আসামী মামলা রুজুর পর থেকে গ্রেফতার এড়ানোর লক্ষ্যে পলাতক অবস্থায় বিভিন্ন জায়গায় আত্মগোপন করে ছিল। গ্রেফতারকৃত আসামীকে সাধারণ ডায়রীমূলে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।