জাতীয় নিশান প্রতিবেদক
নোয়াখালীর সেনবাগ উপজেলার ছাতারপাইয়া ইউনিয়নে নাইমুল ইসলাম নামে সেকুলার যুবকের যুবকের সন্দান পেয়েছে এলাকাবাসী। গত শুক্রবার (০২ সেপ্টেম্বর) দুপুরে ছাতার পাইয়া গ্রামের যুবকের বাড়িতে এই ঘটনাটি ঘটেছে।
সরেজমিনে পরিদর্শন সূত্রে জানা যায়, ছাতারপাইয়া গ্রামের মো: খোরশেদ আলমের ছেলে নাইমুল ইসলাম দীর্ঘদিন থেকে নামাজ ও মুসলমান নিয়ে বিভিন্ন মন্তব্য করে যাচ্ছে। এ নিয়ে তার পরিবার এবং এলাকাবাসী বিভিন্ন ভাবে চাপ দিতে থাকে তাকে। এলাকাবাসীর দাবি নাইমুল ইসলাম নামাজ নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য ও কটুক্তি করে যাচ্ছে। একাধিকবার তাকে সতর্ক করা হলেও তাকে কোনভাবে থামানো যাচ্ছে না শুক্রবার দুপুরে জুমার নামাজ পড়ার জন্য তার পরিবার বললে সে তখন নামাজকে নিয়ে কটুক্তি করে কথা বলে। বিষয়টি জুমার নামাজে স্থানীয় মুসল্লিরা জানার পর তাকে আটক করার উদ্যোগ নেয় এবং তার বাড়িতে যায়। তখন নাইমুল ইসলাম জনরোষে পালিয়ে যায়। মুসল্লিরা এর আগে ২০২১ সালে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থার ত্রুটি নিয়ে মন্তব্য করে জনরোষে পড়েন নাইমুল ইসলাম।
এলাকাবাসীর দাবি, সেকুলার যুবক নাইমুল ইসলাম নামাজ ও মুসলমানদের নিয়ে বিভিন্ন বাজে মন্তব্য করে যাচ্ছে। তাকে বারবার সতর্ক করা হয়েছে। অতিসত্বর তাকে গ্রেফতার করে ফাঁসি দিতে হবে।
এ বিষয়ে মুঠোফোনে নাইমুল ইসলাম বলেন, আমি বিভিন্ন ভ্রান্ত ধারণার বিরুদ্ধে অবস্থান নিয়েছি। তাদের এ ধরণের ধারণা আমি মেনে নিতে পারিনি। যার কারণে আমার উপর হামলা চালানো হয়েছে। বর্তমানে আমি এলাকায় যেতে পারছি না। আমাকে যেকোনো সময় তারা হত্যা করবে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.