প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ৯:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৭, ২০২৩, ২:১৩ অপরাহ্ণ
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসনা মঞ্জুরকে দল থেকে বহিস্কার
জাতীয় নিশান প্রতিবেদক : দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে নোয়াখালীর সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি হাসান মঞ্জুরকে সেনবাগ উপজেলা, নোয়াখালী জেলা ও কেন্দ্রীয় পদ সহ পার্টির সকল পদ পদবী থেকে বহিষ্কার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে ওই বহিস্কার করা হয়।
উল্লেখঃ সেনবাগ উপজেলা জাতীয় পার্টির সভাপতি, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য হ্সাান মঞ্জুর মঙ্গলবার দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে দলীয় লাঙ্গল মার্কার প্রার্থী তালেবুজ্জামানের পক্ষে ভোট না করে নৌকা মার্কার প্রার্থী আলহাজ্ব মোরশেদ আলম এমপিকে সমর্থন করে নৌকা মার্কার পক্ষে করার ঘোষণা দেওয়ায় তাকে দল থেকে বহিস্কার করা হয়।
এ বিষয়ে কথা বলতে হাসান মঞ্জুরের মোবাইলে একাধিকবার কল করলেও বন্ধ পাওয়া যায়।
উল্লেখ্য : এর আগে গত সোমবার ২৫ শে ডিসেম্বর নোয়াখালী ২ আসনে জাতীয় পার্টি প্রার্থী তালেবুজ্জামান অভিযোগ করে বলেন, আভ্যন্তিরন সমস্যার কারনে তার নির্বাচনী প্রচারণায় বিভ্রান্তি হচ্ছে। উপজেলা সেনবাগের জাপা সভাপতি হাসান মঞ্জুর টাকা খেয়ে নৌকা প্রার্থী মোরশেদ আলম এর পক্ষে সমর্থন দিয়ে দলে বিভ্রান্তি ছড়াচ্ছেন।
https://youtu.be/LCfWxFOzKlI
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.