জাতীয় নিশান প্রতিবেদক ঃ নোয়াখালীতে পৃথক নির্বাচনী সহিংসতায় গণমাধ্যম কর্মীসহ অন্তত ২০ জন আহত হয়েছে। জেলার সদর, বেগমগঞ্জ, চাটখিল ও সেনবাগে আওয়ামীলীগ মনোনীত নৌকার প্রার্থী ও স্বতন্ত্র প্রর্থীদের মধ্যে এই সহিংসতার ঘটনা ঘটে।
শুক্রবার রাতে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নের দানা মিয়ার বাজারে আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতিকের প্রার্থী একরামুল করিম চৌধুরীর সমর্থকদের হামলায় ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী শিহাব উদ্দিন শাহিনের সংবাদ সংগ্রহ করতে যাওয়া গণমাধ্যম কর্মী ইমরান হোসেনসহ অন্তত ৬ জন আহত হয়। এ সময় গণমাধ্যমকর্মী ইমরানের ক্যামরা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় হামলাকরীরা।
আগে সন্ধায় বেগমগঞ্জ উপজেলার গাবুয়ায় নৌকা প্রতিকের প্রার্থী মামুনুর রশিদ কিরণ ও ট্রাক প্রতিকের স্বতন্ত্র প্রার্থী মিনহাজ আহমেদ জাবেদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলাকালে ভাংচুর করা হয় এটিএন বাংলার গাড়ি। এ সময় এটিএন বাংলার ক্যামেরা পার্সন এহসানুল গনি স্বজনসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়।
একই সময় চাটখিলে নৌকা প্রতিকের প্রার্থী এইচ এম ইব্রাহিমের সমর্থকরা ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী খন্দকার রুহুল আমিনের গাড়ি বহরে হামলা চালায়। এ সময় অন্তত ৪ জন নেতাকর্মী আহত হয়। একই সময় সেনবাগ উপজেলার নবীপুরে নৌকা প্রতিকের প্রার্থী মোরশেদ আলমের সমর্থকরা কাচি প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের মিছিলে হামলার চেস্টা করে। এ সময় কয়েকটি ককটেল বিষ্ফোরনের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ সব বিষয়ে জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার দেওয়ান মাহবুবুর রহমান জানান, যে কোন সহিংসতার ঘটনায় লিখিত অভিযোগ পেলে আমরা সাথে সাথে আইনগত ব্যবস্থা নেয়ার চেস্টা করছি। বিশৃঙ্খলাকারীদের ছাড় দেয়া হবেনা।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.