চেয়ারম্যান মিরণ অর রশীদ। ছবি: ইন্টারনেট
জাতীয় নিশান প্রতিবেদক ঃ নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইুড়ী) আংশিক আসনের স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) আতাউর রহমান মানিকের এক এজেন্টকে মারধরের অভিযোগ উঠেছে নৌকা প্রার্থীর এজেন্ট ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরণ অর রশীদের বিরুদ্ধে। শনিবার (৬ জানুয়ারি) দুপুরে সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়নের নবাবগঞ্জ স্কুলের (ভোটকেন্দ্র) পাশে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী মুটুবী গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মো. নূর উদ্দিন জীবন (৩৪) অভিযোগ করে বলেন, ‘স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) আতিউর রহমান মানিকের পক্ষে গত কয়েকদিন ধরে ব্যাপক প্রচার চালাচ্ছি। প্রচারে অংশ নেওয়ায় হিংসাত্মক হয়ে কয়েকবার আমাদের নেতাকর্মীকে হুমকি দেন চেয়ারম্যান মিরণ ও তার লোকজন। আজ দুপুরে নবাবগঞ্জ ভোটকেন্দ্র স্কুলের পাশে কাঁচি মার্কার পোস্টার লাগাতে গেলে নৌকার প্রার্থী মোরশেদ আলমের প্রধান এজেন্ট মিরণ চেয়ারম্যান, আব্দুল খালেক, রায়হানসহ ১০-১২ জন এসে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমাকে কাঁচি মার্কা ছেড়ে নৌকায় কাজ করার জন্য মোটা অঙ্কের টাকার প্রলোভন দেখালে আমি রাজি না হওয়াতে এ হামলা চালায়।’
এ বিষয়ে অভিযুক্ত বজরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিরণ অর রশীদের মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও পাওয়া যায়নি। এ বিষয়ে স্বতন্ত্র প্রার্থী (কাঁচি) আতিউর রহমান ভূঁইয়া মানিক লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন।
স্বতন্ত্র প্রার্থীর এজেন্টকে মারধরের অভিযোগ বিষয়ে জানতে চাইলে উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও নির্বাহী কর্মকর্তা কানিজ ফাতেমা বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোন আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.