জাতীয় নিশান প্রতিবেদক: ফেনীর দাগনভূঁঞা উপজেলার রঘুনাথপুর গ্রামের বীর মুক্তযোদ্ধা হাজী লোকমান হোসেনের বাড়ির পাশের জমি থেকে রাতের আধারে মাটি লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একটি ভূগ্রাসী চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় বীর মুক্তযোদ্ধা হাজী লোকমান হোসেন উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে তিনি জানান, তাঁর জমিতে একই এলাকার আবদুস সাত্তারের পুত্র ইয়াছিন খন্দকার, ইয়াছিন খন্দকারের পুত্র নোমান সিদ্দিকীর নেতৃত্বে একদল ভূগ্রাসী চক্র রাতের অন্ধকারে চুরি করে মাটি কেটে নিয়ে যায়। এতে জমির মাটিকাটা সহ রাস্তা নষ্ট এবং হালচাষের জমিতে ক্ষতি সাধন হয়। এ ঘটনায় এলাকায় বিরুপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
এই চক্রটি দীর্ঘদিন থেকে এলাকার মানুষকে জিম্মি করে প্রভাব খাঁটিয়ে মাটি লুট করে নেয়ার অভিযোগ রয়েছে। এলাকাবাসী এই চক্রের হোতাদের বিচার দাবী করেছে।
এ ব্যাপারে দাগনভূঁঞা উপজেলা নির্বাহী অফিসার নিবেদিতা চাকমা জানান, লিখিত অভিযোগ পাওয়ার পর আমরা স্থানীয় তহসিলদারকে ঘটনাস্থলে পাঠিয়েছি। তার দেয়া রিপোর্টের আলোকে পরবর্তি পদক্ষেপ নেয়া হবে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.