জাতীয় নিশান প্রতিবেদকঃ নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আওতাধীন ১৩ নং রসুলপুর ইউনিয়নের শিবপুর গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
গত ১৪ ফেব্রুয়ারী বুধবার অবৈধভাবে ফসলি জমি থেকে মাটি কাটা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিক এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। বেগমগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আল জিনাত উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এই সময় অবৈধভাবে ফসলি জমিতে ভেকু মেশিনের সাহায্যে বাণিজ্যিক উদ্দেশ্যে মাটি উত্তোলন করায় আরমান হোসেন (২৩) নামক ব্যাক্তিকে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন’২০২৩ এর ১৩ ধারায় দোষী প্রমাণিত হওয়ায়, নগদ দুই লক্ষ টাকা অনাদায়ে দুই মাসের কারাদন্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব আসিফ আল জিনাত জানান, কৃষি জমি রক্ষায় ভবিষ্যতেও এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.