সোনাইমুড়ী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ীতে এটিআর প্লাস্টিক মিলে সমাবেশে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। শুক্রবার (২৫ আগস্ট) বিকেল ৫ টায় সোনাইমুড়ী উপজেলার মকিল্যা গ্রামের এটিআর প্লাস্টিক মিলে এলাকার কয়েকজন কারখানা বন্ধের জন্য সমাবেশ ও ভাঙচুর করেছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, এলাকার কয়েকজন মিলে পরিবেশ দূষণের অজুহাতে পরিবেশ ছাড়পত্র থাকা সত্ত্বেও জোরপূর্বক মিল বন্ধের জন্য সমাবেশ ও ভাঙচুর করে। এসময় সমাবেশকারীদের ছোঁড়া পাথরের আঘাতে বেশ কয়েকজন মিল কর্মচারী গুরুতর আহত হন এবং পরবর্তীতে গোলাম রাব্বানী (৩২) নামের ১জন মারা যান।
এ ঘটনায়, ২৬ তারিখ শনিবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতাউর রহমান বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলার আসামীরা হলেন, একই গ্রামের বাসিন্দা রায়হান (৩০), সাহেদ হোসাইন (২৯), মোঃ ইস্রাফিল নোমান (২৬), মোজাম্মেল হক (২৬), কামরুল হাসান (৩১), মোয়াজ্জেম হোসেন রাফি (২৯), সোহেল (৩২), মিরাজ হোসেন (৩৬), আবু তাহের (৩৮) সহ অজ্ঞাত আরো কয়েকজন।
ঘটনার পর থেকে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। তবে সোনাইমুড়ী থানার ওসি হারুন অর রশীদ জানান, আসামীরা পলাতক আছে। পুলিশ আসামীদের গ্রেপ্তারের সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2024 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.