জাতীয় নিশান প্রতিবেদক: র্যালী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্ত করার মধ্যদিয়ে নোয়খালীর বেগমগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসন ও উপজেলা সিনিয়র মৎস অফিসারের কার্যালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন। উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও সিনিয়র মৎস অফিসার(অ:দা:) মাসুমা আক্তারের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহেদ শাহরিয়ার, ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ, মহিলা ভাইস চেয়ারম্যান সাজেদা আক্তার লাভলীসহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় মৎস সেক্টরে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়। পরে অতিথিরা উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.