প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২০, ২০২৫, ৭:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ৩, ২০২৪, ১:২৪ অপরাহ্ণ
নোয়াখালীতে পৃথক সড়ক দূর্ঘটনায় ৪জনের মৃত্যু, আহত ১৫

জাতীয় নিশান প্রতিবেদক:
নোয়াখালীর বেগমগঞ্জে ও সোনাইমুড়ীতে পৃথক সড়ক দূর্ঘটনায় মা ছেলে শিশুসহ ৪ জন নিহত ও ১৫ জন আহত হয়েছে।
শনিবার (৩ আগস্ট) সকালে নোয়াখালী- ফেনী মহাসড়কের দোকান ঘর এলাকায় স্টার লাইনের বেপরোয়া গতির একটি বাস রং সাইটে এসে সিএনটি অটোরিক্সাকে সামনের দিক থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুর্গাপুর ইউনিয়নের ছাদু বেপারী বাড়ির সিএনজি চালক জসিম উদ্দিন (৫৫) ও তার মা তাহেরা বেগম (৭৫) ও চাচাতো ভাইয়ের স্ত্রী শাহিনা আক্তার(৪০) ঘটনাস্থলেই মারা যান। এ সময় অন্তত ১২ বাসযাত্রী আহত হয়।
খবর পেয়ে চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশ ঘটনস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
এর আগে শুক্রবার সন্ধায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সিএনজি অটোরিকশা আরোহী সোনাইমুড়ীর পূর্ব দৌলতপুর গ্রামের শাহাদাত হোসেনের ছেলে শিশু মো.হামজা (৭মাস) নিহত ও সিএনজি চালকসহ ৩ যাত্রী গুরুত্বর আহত হন।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ওসি রুহুল আমিন দূর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.