জাতীয় নিশান প্রতিবেদক:
খুনি ফ্যাসিবাদী হাসিনা সরকারের পতনের আন্দোলনে শাহাদাতবরণকারী ছাত্র জনতার রুহের মাগফেরাত কামনায় নোয়াখালীর চৌমুহনীতে দোয়া অনুষ্ঠান ও মিছিল করেছে খেলাফত মজলিস।
চৌমুহনী শহর শাখার সভাপতি মাওলানা ফয়জুল্লাহ মোহাম্মদ ফাইয়াজের সভাপতিত্বে ও সহ সাধারণ সম্পাদক মাওলানা এআরএম সাইফুল্লার সঞ্চালনায় দোয়া অনুষ্ঠান ও মিছিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন খেলাফত মজলিস নোয়াখালী জোন সহকারী পরিচালক মাওলানা মোহাম্মদ আলী মিল্লাত।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন খেলাফত মজলিস নোয়াখালী জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা হাফিজ মাওলানা মুহাম্মদ জিয়াউর রহমান।
বক্তব্য রাখেন খেলাফত মজলিস নোয়াখালী জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা মামুনুর রশিদ, নোয়াখালী শহর সভাপতি মাওলানা পেয়ার আহমদ হুজাইফা, বেগমগঞ্জ উপজেলা পূর্ব সেক্রেটারি মাওলানা মোঃ ইউনুস।
বক্তারা শান্তি-শৃঙ্খলা বজায় রেখে দেশ গঠনের জন্য নতুন করে শপথ নেয়ার উদাত্ত আহবান জানান এবং রাষ্ট্রীয় সম্পদ ও সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মীয় অধিকার রক্ষা করতে নিজেদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান
দোয়া অনুষ্ঠান ও মিছিলে উপস্থিত ছিলেন বেগমগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা শহিদুল্লাহ। ইসলামী যুব মজলিস নোয়াখালী সাধারণ সম্পাদক জনাব হুজ্জাতুল ইসলাম মামুন, চৌমুহনী শহর সেক্রেটারী মাওলানা ফখরুল ইসলাম প্রমুখ।
মিছিলটি চৌমুহনী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং আহতদের দ্রুত আরোগ্য লাভ এবং শাহাদাত বরণকারীদের রুহের মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করে।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.