প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ২, ২০২৫, ১০:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ মার্চ ২৬, ২০২৫, ৮:২২ অপরাহ্ণ
দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রন ও শান্তি প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই।-ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন

জাতীয় নিশান প্রতিবেদক:
দেশে বিরাজমান পরিস্থিতি নিয়ন্ত্রন ও শান্তি প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সাবেক সংসদ সদস্য ও সুপ্রিম কোর্ট বার এসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকনব্যারিষ্টার এম মাহবুব উদ্দিন খোকন। বুধবার বিকালে (২৬ মার্চ) নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার আনন্দীপুর পশ্চিম পাড়া তালিমুল কোরআন নুরানী মাদ্রাসা মাঠে বিএনপির উদ্যোগে স্থানীয় গরীব অসহায়দের মাঝে তারেক রমহানের দেয়া ঈদ উপহার সামগ্রী বিতরণ কালে এসব কথা বলেন। সোনাইমুড়ী দলিল লেখক সমিতির সভাপতি ও থানা বিএনপির সাবেক সদস্য মাকসুদ আলম মেম্বারের সভাপতিত্বে এতে উপজেলা বিএনপির আহবায়ক আনোয়ারুল হক কামাল, সদস্য সচিব দিদার উদ্দিনসহ অনেকে উপস্থিত ছিলেন।
ব্যারিষ্টার মাহবুব উদ্দিন খোকন বলেন, বিএনপি সব সময় গণমানুষের রাজনীতি করে। তাই সাধারণ মানুষের কাছে বিএনপির গ্রহন যোগ্যতা রয়েছে। দ্রুত নির্বাচনের তারিখ ঘোষনা করে নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য তিনি প্রধান উপদেষ্টার প্রতি আহবান জানান।
সম্পাদক: ইয়াকুব নবী ইমন, মোবাইল: : ০১৭১২৫৯৩২৫৪, ইমেইল-: jatiyanishan@gmail.com, IT Support: Trust Soft BD
Copyright © 2025 দৈনিক জাতীয় নিশান. All rights reserved.